বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২৭তম আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবসে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২১, ১১ ডিসেম্বর ২০২৫

২৭তম আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবসে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ

হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবন্ধীকতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি তরান্বিত করি স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৭তম আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। 

রূপগঞ্জ উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারক খোকন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা প্রগতি এসোসিয়েশনের সভাপতি জিজান মোল্লা, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের ক্রিয়া সম্পাদক সজিব, সাহিদ আবদে নিলয়সহ  আরো অনেকে।