ফাইল ছবি
নারায়ণগঞ্জে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন অফিসার মোঃ রাকিবুজ্জামান রেনু।
এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান তিনি।
এসময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও ব্যানার ফেস্টুন অপসারণের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়কে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। সেই চিঠিতে ব্যানার পোস্টার অপসারণের জন্য বলা হয়েছে। তারা এ ব্যাপারে ব্যাবস্থা নিচ্ছে। তারপরেও আমরা আমাদের তরফ থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এগুলো সরিয়ে নেয়ার জন্য বলবো।
এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জে আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি শেষ। আজ মাত্র তফসিল ঘোষণা হয়েছে। আমরা বাকি বিষয়গুলো নিয়ে কাজ করবো।
ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা বসবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন থাকবে যে ভোটাররা নির্দ্বিধায়, নিঃসংকোচে খুশি মনে ভোটকেন্দ্রে আসবে এবং ভোট দেবে। উৎসবমুখর পরিবেশে ভোট হবে। এমন পরিবেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে।

