বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তফসিলকে স্বাগত জানাল নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৭, ১১ ডিসেম্বর ২০২৫

তফসিলকে স্বাগত জানাল নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলো

ফাইল ছবি

আসছে নতুন বছর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিন অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন সিইসি। সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে তিনি নির্বাচনের সময়সূচি ঘোষণা শুরু করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।

ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। 

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, তফসিল ঘোষণায় দেশের মানুষের সাথে আমরাও আশাবাদি। আওয়ামীলীগের দীর্ঘ দুঃশাসনের পর দেশের মানুষ আবারও সুষ্ঠু ও সুন্দর একটা ভোটের পরিবেশ পাবে বলে আমাদের বিশ্বাস। আমরা সরকারের এই কথানুযায়ী তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। বাকি সময়ে কোন প্রকার ষড়যন্ত্র নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করলে আমরা জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করবো।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, সরকারের তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণে এই তফসিল প্রয়োজন ছিল। এখন দেশের মানূষের মধ্যে থাকা সকল শঙ্কা দূর হয়ে সুস্থ ও সুন্দর নির্বাচনের অপেক্ষা।

মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াতের নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল জাব্বার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। দেশের মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়নের জন্য এবং সাধারণ মানুষের শঙ্কা দূর করার জন্য এই তফসিল ঘোষণা জরুরি ছিলো। এখন শেষ পর্যন্ত নির্বাচনী মাঠ নিরপেক্ষ থাকবে কিনা সেটা দেশের মানুষ দেখার অপেক্ষায়।

নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিসদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, তফসিল ঘোষণা সাধারণ জনগনের আশা আকাঙ্খার ফল। সামনে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে সে প্রত্যাশাই করি।

গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী তরিকুল সুজন বলেন, তফসিল ঘোষনার মাধ্যমে জনগনের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, আইন শৃঙ্খলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কেটে গেছে। দেশের মানুষ গত ১৬ মাস ধরে অপেক্ষায় রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এখন নির্বাচন কমিশনারের প্রতি আমাদের একটাই চাওয়া তা হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাঠ প্রস্তুত করা। নির্বাচন কমিশনার ছাড়া সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও দলটির মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ তফসিল ঘোষণা প্রসঙ্গে জানান, সরকারের তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। দেশের জনগণ উৎসাহ উদ্দীপনার সাথে আগামী নির্বাচনে ভোট দিবে সেটাই আমরা আশা করি। নির্বাচন কমিশনার নিরপেক্ষ ও গ্রহনযোগ্য ভোটের মাঠ নিশ্চিত করবে সেই প্রত্যাশা করি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও দলটির মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আহমেদুর রহমান তনু জানান, লেবেল প্লেইং ফিল্ড নিয়ে যথেষ্ট শঙ্কা অনুভব করছি। বিগত সময়ের লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে সরকার এখনও সেভাবে পদক্ষেপ দেখাতে পারেনি। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে সেটা ভাবার বিষয়। তবে অভ্যুত্থান ও খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা সবই সফল হবে যখন সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে।  

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন।