বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপসহীন জননীর কথা

খালেদা জিয়ার লংমার্চকে ঘিরে আড়াইহাজারে পুলিশের সেই তান্ডব!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৩, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৫৪, ১১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার লংমার্চকে ঘিরে আড়াইহাজারে পুলিশের সেই তান্ডব!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ২০১৮ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট অভিমুখে লংমার্চকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বেগম জিয়ার গাড়িবহরকে ঘিরে জনসমাগম ঠেকাতে চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘাত হয়।

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সকালে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহর সাইনবোর্ডে পৌঁছালে সেখানে বিএনপি নেতাকর্মীদের উপর চড়াও হয় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।

এদিকে তাদের গ্রেপ্তারের খবর আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খালেদা জিয়ার গাড়িবহর আড়াইহাজারে পৌঁছালে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ততকালীন একাধিক এএসপি সহ পুলিশ ও ডিবির শতাধিক সদস্য ততকালীন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করে। এসময় ব্যাপক ধরপাকড় হয় এবং পুলিশ নেতাকর্মীদের গালিগালাজ করে। এটি সকল মিডিয়ায় সেসময় প্রকাশ হয়।

পরে আজাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও গুলি ছুড়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার গাড়িবহর আড়াইহাজার এলাকা অতিক্রম করার পর পুলিশের তান্ডব শুরু হয় আড়াইহাজার জুড়ে। এসময় চিরুনি অভিযান চালিয়ে আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করে পুলিশ। গ্রেপ্তার আতংকে আড়াইহাজারে বাড়িঘর ছাড়া হয়ে দীর্ঘদিন ছিলেন বিএনপি নেতাকর্মীরা। 

পুলিশ ছাড়াও সেদিন আড়াইহাজারে ব্যাপক তান্ডব চালিয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে রাত পর্যন্ত ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।