বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল সুজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০২, ১১ ডিসেম্বর ২০২৫

ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল সুজন

তরিকুল সুজন

বৃবন্দর সোনাকান্দা হাটে গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী তরিকুল সুজনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগে তরিকুল সুজন বলেন, ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা। যিনি আপনার ভোট কিনবেন, তিনি আপনার কাছে দায়বদ্ধ থাকবেন না। কারণ আপনি আপনার পবিত্র আমানত রক্ষা না করে আপনার প্রাপ্য,  আপনার অধিকার তার হাতে তুলে দিয়েছেন। নাগরিক হিসেবে আপনার যে মর্যাদা, সেই মর্যাদা আপনি ক্ষুণ্ণ করেছেন। ৫ বছর ধরে তিনি আপনাকে সেবা দিবেন না বরঞ্চ নির্বাচনে তিনি যে টাকা ব্যয় করেছেন নানান  অনিয়ম, দূর্নীতির মাধ্যমে সে টাকা উসুল করবেন। তার লোকেরা  সমাজকে কুলষিত করবে। সমাজে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ভূমিদস্যুতা বেড়ে যাবে কারণ তিনি জনগণের প্রতি দায়বদ্ধ নন। তিনি তার দল এবং নিজস্ব বাহিনীর পাহারাদার হবেন।

তরিকুল সুজন আরো বলেন, নারায়ণগঞ্জবাসী সন্ত্রাসী, চাঁদাবাজি, মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করে জিতেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে টাকার কাছে, পেশিশক্তির কাছে নারায়ণগঞ্জবাসী হেরে যাবেন না। নারায়ণগঞ্জবাসী তাদের লড়াইয়ে পরিক্ষিত নেতাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে নারায়ণগঞ্জের ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল করবে। রাজনৈতিক দূর্বৃত্তায়ণ বন্ধে, প্রশাসনিক জটিলতা মোকাবিলা করে একটি পরিকল্পিত টেকসই নগর গড়ে তুলতে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। বন্দর সোনাকান্দাবাসীর কাছে আমি মাথাল মার্কায় ভোট চাই আপনার ভোটই নির্ধারণ করবে আগামীর নারায়ণগঞ্জ, আগামীর রাজনীতি। 

সোনাকান্দা হাটে গণসংযোগে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খান, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, গার্মেন্ট শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবদুল আল মামুন, বন্দর উপজেলার সংগঠক ইমদাদ হোসেন, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, বন্দরের শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মী মাকসুদা ইয়াসমিন, ১৮ নং ওয়ার্ডের  নুসরাত ইলি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৃজয় সাহা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেন, বন্দর উপজেলার সংগঠক সজীব আহমেদ প্রমুখ।