বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বক্তাবলী ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৪, ১১ ডিসেম্বর ২০২৫

বক্তাবলী ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক

গণআলোচনা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের উদ্যোগে পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বৈঠকটি এক প্রাণবন্ত ও গণআলোচনার ক্ষেত্র তৈরি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি বলেন, “মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। ইসলামী মূল্যবোধ, ন্যায় ও সততার পথে থেকে জনগণের সেবা করাই আমার লক্ষ্য।” আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, দুর্নীতি ও সন্ত্রাসমূক্ত সমাজ চাই।

স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

 বৈঠকে উপস্থিত সকলেই আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।