শনিবার, ১০ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে অভিযানে বন্দরে হেরোইনসহ ইমরান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে অভিযানে বন্দরে হেরোইনসহ ইমরান গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে ১০ গ্রাম হেরোইনসহ ইমরান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমরান বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার শরফত উল্ল্যাহ মিয়ার ছেলে। 

এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর কেএনসেন  সেনরোডস্থ জনৈক লিটন মিয়ার হোটেলের সামনে অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে  গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং-২৫(৯)২৩। 

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইমরান র্দীঘ দিন ধরে সোনাকান্দা, দড়ি-সোনাকান্দা ও মাহমুদনগর এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুঁড়িয়া = ১০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।