
ভ্রাম্যমাণ আদালত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।
অভিযানে সহযোগিতা করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া ও সোনারগাঁও থানার পুলিশ সদস্যরা।
অভিযানে আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ও নজরুল ইসলাম নজু মিয়াসহ বেশ কয়েকজনের মালিকানাধীন কমপক্ষে ১০০টি অবৈধ ফুটপাতের দোকান ও সড়কের পাশে স্থাপিত বাস কাউন্টার উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ বলেন, "মহাসড়কের যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।"