
তিতাসের অভিযান
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ মোবাইল কোর্টের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছেন অবৈধ গ্যাস সংযোগ।বাসাবাড়িতে একটি বা দুইটি চুলার অনুমতি থাকা সত্যেও একাধিক চুলার লাইন থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে করছেন জরিমানা।
আজ (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় তিতাস গ্যাসের সোনারগাঁ-বন্দর উপজেলা জোনের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার করার সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৬ জন গ্রাহককে ৮৭,৫০০ টাকা জরিমানা করেছে। এর আগে বন্দর,ফুলহর এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার সংযোগ লাইন বিচ্ছিন্ন করে উচ্ছেদকৃত ৮০ ফিট পাইপ জব্দ করেন।
ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘ দিন যাবত গ্যাস ব্যবহার করছে আসছে এতে সরকার অনেক রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার করার আশেপাশের এলাকার অনেক গ্রাহক গ্যাস পাচ্ছে না।আমাদের অভিযান ধারাবাহিক ভাবে চলতে থাকবে।
এসময় তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম,সহকারী প্রকৌশলী সোহেল,শাহিন, বন্দর থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।