
অবৈধ স্থাপনা ও পোস্টার ব্যানার অপসারণ
নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন সিটি কর্মসূচির অংশ হিসেবে শহরে অবৈধ স্থাপনা ও পোস্টার ব্যানার অপসারণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
রোববার (৫ মে) ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তারিকুল ইসলাম।
অভিযানে রাস্তার পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে পোস্টার অপসারণ করা হয়।
এসময় রাস্তার পাশে অবৈধভাবে নির্মিত ভাই ভাই বাস কাউন্টারকে একটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।