
মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল ইউনিয়ন এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবীতে মানববন্ধন করেছেন মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দরা ও গোলাকান্দাল ইউনিয়নের গ্রামবাসী।
রোববার (৫ মে) এশিয়ান হাইওয়ের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, হাইওয়ে সড়ক হওয়ায় এখানে যাতায়াত অত্যন্ত ঝুকিপূর্ণ। পাশেই রয়েছে মুকিবুর রহমান ভূঁইয়া স্কুল। শিক্ষার্থীদের জন্য এটা মারাত্মক ঝুকিপূর্ণ। এছাড়াও গোলাকান্দাইল ইউনিয়নের বাসিন্দাদেরও এই হাইওয়ের ফলে রাস্তা পারাপার ও মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তাই মহাসড়কটির এই অংশে আন্ডারপাস নির্মাণ অত্যান্ত জরুরি।
এসময় কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার দাবী জানান তারা।