
ত্যা মামলার আসামী রাসেল বেপারী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ হত্যা মামলার আসামী রাসেল বেপারী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ২টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নাম্বার ওয়ার্ডের মালেক মাস্টারের ভাড়া বাড়ি থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল বেপারী রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নং ওয়ার্ডের সুন্দর আলীর ছেলে। সে রূপগঞ্জ চানপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ড মালেক মাস্টারের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার তদন্ত ওসি গোলাম মোস্তফা জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার আাসামী রাসেল বেপারীকে গ্রেফতার করে। এ সময় তার ভাড়া বাসা থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৫দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।