
ফাইল ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. ইয়াসিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৯ মে) সাড়ে বারোটার দিকে মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন (৩২) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা গ্রামের হারুন-অর - রশিদের ছেলে। এ ঘটনায় আহত অপরজন তার বন্ধু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকেশ্বরী গ্রামের আমির হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৩)।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিমন জানান, মোটরসাইকেলটি কুমিল্লাগামী লেনে যাচ্ছিল। তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় আসলে পিছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরতর আহত হয় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে পাঠায়।
হামদর্দ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর পৌনে একটার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে একজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’