শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আকরাম গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ১৭ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আকরাম গ্রেপ্তার

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আকরাম (৫২)কে ২টি পৃথক সিআর মামলার ওয়ারেন্টে বন্দরে থেকে গ্রেপ্তার  করছে পুলিশ । গ্রেপ্তারকৃত আকরাম, সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকার কাজী মোছলেউদ্দিনের ছেলে।ধৃতকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত
বুধবার (১৬ জুলাই)  রাতে  বন্দর উপজেলার  ধামগড় ইউনিয়নের মনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে      একটি চেক জালিয়াতি  মামলাসহ দুইটি মামলার ওয়ারেন্টে ছিল তার বিরুদ্ধে।  গ্

জানাগেছে,  আকরাম ৫ আগস্টের পর  জুলাই গনঅভ্যুত্থানে নিহতদের ঘটনাকে পুজি করে মামলায় ফাঁসিয়ে অর্থ  বাণিজ্য ও আদমজী ইপিজেড সহ  আশপাশের এলাকায়  বিশৃঙ্খলা  সৃষ্টি করে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে  বেপরোয়া উঠেছিল। তার পর থেকে প্রশাসনের চাপে পড়ে  এলাকা ছেড়ে আত্নগোপন অন্যত্রে চলে যায়।  গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার পুলিশের একটি টিম বন্দরের ধামগড় ইউপির মনারবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইটি মামলার ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে।