শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পৌনে ৩ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৯, ১৭ জুলাই ২০২৫

বন্দরে পৌনে ৩ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি 

প্রতীকী ছবি

বন্দরে গরদা দেওয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে  ৩০ জন ব্যবসায়ী কাছ থেকে প্রায় পৌনে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে  প্রতারক দম্পতি  আলামিন ও টুম্পাগং এর  বিরুদ্ধে।  গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকা থেকে ওই টাকা আত্মসাতের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী  ব্যবসায়ীগন সংশ্লিষ্ট থানায় ও বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।
মাহামুদনগর এলাকার ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের তথ্য সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাওইশা এলাকার হাফিজউদ্দিন মিয়ার ছেলে আলামিন ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দরে মাহামুদনগর এলাকায় বসবাস করে আসছে। এ সুবাদে প্রতারক আলামিন ও তার স্ত্রী টুম্পা বেগম উল্লেখিত এলাকার গরদা ব্যবসায়ীদের কাছে গরদা দিবে বলে গরদা ব্যবসায়ীদের উৎসাহিত করে বিশ্বাস অর্জন করে। পরে প্রতারক দম্পতি আলামিন ও টুম্পাগং সুকৌশলে মাহামুদনগর এলাকার গরদা ব্যবসায়ী
তপন মিয়ার কাছ থেকে ৩১ লাখ টাকা, রাজনের কাছ থেকে ৯ লাখ টাকা, শফি মিয়ার কাছ থেকে ৯ লাখ টাকা, রাসেল ইসলাম জীবনের কাছ থেকে ৪৪ লাখ টাকা, বাবু মিয়ার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা, বিউটি বেগমের কাছ থেকে ১১ লাখ টাকা, নাঈমের কাছ থেকে ৯ লাখ টাকা, নূর ইসলামের কাছ থেকে ১৫ লাখ টাকা,সানী কাছ থেকে ৫ লাখ টাকা, মিন্টু মিয়ার কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা, কাউছারের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা, নিশু কাছ থেকে ৩ লাখ টাকা, আমির হাজী কাছ থেকে ৫ লাখ টাকা পোকা মিয়ার কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা, আজগর মিয়ার কাছ থেকে ৮ লাখ টাকা, এমদাদ মিয়ার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা, মাসুম মিয়ার কাছ থেকে ৫ লাখ টাকা,  শাকিলের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা, পলাশের কাছ থেকে ৫ লাখ টাকা ও শান্ত কাছ থেকে আরো ৫ লাখ টাকাসহ পৌনে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে।

স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, প্রতারক আলামিন ও তার স্ত্রী টুম্পা বেগমের প্রতারনার ফাঁদে পরে মাহামুদনগর গরদা ব্যবসায়ীরা নিঃশ্ব হয়ে পরেছে। অনেক টাকা শোকে স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় রয়েছে। টাকা পয়সা হারিয়ে অনেক ব্যবসায়ী পথে বসেছে। কেউ প্রতারক দম্পতি সন্ধান দিতে পারলে তাকে আর্থিক ভাবে পুরস্কৃত করার ঘোষনা দেন।