
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌরাস্তা মাঝিপাড়া এলাকায় একটি গাড়ির পার্টসের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক বিশ্বনাথ দত্ত জানান, প্রতিদিনের মতো তিনি রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং পিছনের দিকের টিনের বেড়া কাটা।
পরবর্তীতে তিনি দেখতে পান, চোরেরা রাতের কোনো একসময় দোকানের পেছনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে এবং দোকানে রাখা চারটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ব্যাটারিগুলোর মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোকান মালিক।