রোববার, ০৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৮, ৩ আগস্ট ২০২৫

রূপগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিরাজ হোসেন (৯) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কাটাখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মিরাজ হোসেন উপজেলা কাটাখালী এলাকার আব্দুল মতিনের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন গাইবান্ধা জেলার সদর থানার মধ্য নারায়ণপুর এলাকার বাসিন্দা মুন্না শেখ (২৫) ও কুড়িগ্রাম জেলার সদর থানার ঘোগাদাও এলাকার বাসিন্দা সুমন আহমেদ (২১)।  

শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘মিরাজ কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শনিবার সকালের দিকে তাদের নির্মাণাধীন বাড়িতে ঘোরাঘুরি করতে যায় সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও মিরাজ বাড়িতে না ফিরে আসায় তার মা-বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিজেদের নির্মাণাধীন ভবনের ২০০ গজ সামনে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’