রোববার, ০৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩১, ৩ আগস্ট ২০২৫

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার বাদীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (০২ আগস্ট) এ সংক্রান্ত একটি ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। হাফিজুর রহমান পিবিআই নারায়ণগঞ্জ জেলায় উপপরিদর্শক হিসেবে কর্মরত।

ফেসবুকে ছড়িয়ে পড়া ফোনালাপে শোনা যাচ্ছে, মামলার চার্জশিট দিতে বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ চাচ্ছেন ওই কর্মকর্তা। কিন্তু বাদী তা দিতে অস্বীকৃতি জানান।

মামলার বাদী নিপা আক্তার জানিয়েছেন, বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ছোট বুরুলিয়া এলাকায় বসবাস করেন। ওই এলাকায় পিঠা বিক্রি করেন। গত ১৮ জুন বুরুলিয়া এলাকার কালু (২৫), দীপু (৩২), রাসেল (৩৫) ও শাকিলসহ (৩০) কয়েকজন এলাকার চিহ্নিত মাদক সেবনকারী তার দোকানে পিঠা খেতে যান। পিঠা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। এ সময় ওই নারীকে মারধর করা হয়। তিনি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সামনে আবার তাকে মারধর করা হয়। এ নিয়ে গত ২০ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় কালু, দীপু, রাসেল ও শাকিলসহ অজ্ঞাতনামা আরও তিন-চার জনকে আসামি করা হয়। ওই মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত। সেটির চার্জশিট দেওয়ার কথা বলে মোবাইলে কল করে তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে উল্টো তার বিরুদ্ধেই চার্জশিট দিয়ে মামলায় জড়ানোর হুমকি দেন হাফিজুর। প্রমাণ হিসেবে ওই ফোনালাপ সংরক্ষণ করেছেন বাদী।

নিপা আক্তার বলেন, আমি ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছিলাম। কিন্তু এখন পিবিআই কর্মকর্তা ঘুষ চেয়ে আমাকে হয়রানি করছেন। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পিবিআই কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘আমি কোনও ঘুষ দাবি করিনি।’

এ ব্যাপারে জানতে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

সূত্রঃ বাংলা ট্রিবিউন