শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর ঈদগাঁ ময়দান সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. বজলু (৩৫), আয়নাল হক (৪৫), মোহাম্মদ দেলোয়ার (৩০), মোহাম্মদ আল-আমিন (৩৫) ও মোহাম্মদ রতন (৩৮)। তারা সবাই স্থানীয় ব্যবসায়ী।

আহত আয়নাল হকের স্ত্রী তাসলিমা বেগম জানান, বিকেলের দিকে তার স্বামীসহ কয়েকজন বাসায় ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন ওঁৎ পেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সন্ধ্যায় গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।