মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর উপজেলায় ডিসির মণ্ডপ পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বন্দর উপজেলায় ডিসির মণ্ডপ পরিদর্শন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। 

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে তিনি মণ্ডপগুলোতে উপস্থিত হয়ে সার্বিক খোঁজ-খবর নেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক চর শ্রীরামপুর (জহরপুর) মুছাপুর এলাকার শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয়, শ্রী শ্রী দুর্গামন্দির পঞ্চায়েত কমিটি মণ্ডপ এবং শ্রী শ্রী রক্ষা কালী মন্দির মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি লাঙ্গলবন্দ রাজঘাট শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা কমিটি (স্থায়ী) মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজকদের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ বলেন,আমাদের সব বিভাগ পরিকল্পনামাফিক কাজ করছে। মানুষ অনেক উদ্দীপনা ও আকাঙ্ক্ষা নিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছে। এটাই আমাদের বাংলাদেশ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে চর্চা করি, তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।

এসময় জেলা প্রশাসক পূজার আয়োজনকে আরও স্বচ্ছন্দ করতে আর্থিক অনুদান হিসেবে শ্রী শ্রী রক্ষা কালী মন্দির মণ্ডপকে ১০ হাজার টাকা এবং রাজঘাট মণ্ডপকে ১০ হাজার টাকা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (বন্দর), সহকারী কমিশনার (ভূমি) বন্দর, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।