মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে মার্কেট মালিককে মারধর ও হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ৬ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে মার্কেট মালিককে মারধর ও হত্যার হুমকি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে এক মার্কেট মালিককে মারধর হত্যা হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত রোববার সকালে বৈদ্যেরবাজার এলাকায় হাজী সুলতান মার্কেটের মালিক মুজিবুর রহমানকে মারধর ও হুমকি দেয়। এ ঘটনায় গতকাল সোমবার সকালে মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ শাহীনুর রহমান বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় ৩০শতাংশ জমি নিয়ে হাজী সুলতান আহমেদের ছেলে মো. মুজিবুর রহমান তার চাচার কাছ থেকে ক্রয় করে মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দিয়েছেন। ওই জমি থেকে ১০শতাংশ জমি মার্স ফিড নামের একটি পশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো.জসীমউদ্দিন তার নিজের দাবি করে। ওই জমির বিরোধে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন মুজিবুর রহমান। গত রোববার সকালে তিনি মার্কেটের দোকান ভাড়া তুলতে গেলে স্থানীয় বিএনপি কর্মী মোতালেব হোসেনের ছেলে রাসেল মিয়াকে সঙ্গে নিয়ে জসিমউদ্দিন দোকান ভাড়া তুলতে বাধা দেয়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে রাসেল মিয়া মুজিবুর রহমানকে মারধর করেন। পরবর্তীতে দোকানে ভাড়া তুলতে গেলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। 
ভূক্তভোগী মুজিবুর রহমান জানান, তিনি জমি ক্রয় করে নামজারী করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আছেন।  জসিমউদ্দিন ওই জমি কোম্পানির দাবি করে দোকান ভাড়া তুলতে বাধা দেয়। এক পর্যায়ে জসীম ও রাসেল তাকে মারধর করে। পুনরায় ওই জমির দোকানে ভাড়া তুলতে গেলে মেরে লাশ গুম করবে বলে হুমকি দেয়। বিভিন্ন সময়ে তার মার্কেটে এসে দোকানপাট ভাংচুরের চেষ্টা করে তারা। এ জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। 
অভিযুক্ত বিএনপি কর্মী রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,এজমি কোম্পানির। কোম্পানির লোক তাকে বাধা দিয়েছে। সেই সময়ে তিনি সঙ্গে ছিলেন। 
অভিযুক্ত মার্স ফিডের ম্যানেজার জসীমউদ্দিন দাবি করেন মুজিবুর রহমানের সঙ্গে তার দেখা হয়নি। তিনি বাইরের লোক। এখানে চাকুরি করেন। মুজিবুর রহমান একজন সম্মানিত ব্যাক্তি। তাকে মারধর বা হত্যার হুমকি প্রশ্নেই উঠে না। তবে রাসেল স্থানীয় লোক। তার সঙ্গে কিছু হয়েছে কিনা তিনি জানেন না।  
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খাঁন বলেন, মার্কেট মালিককে মারধর ও হত্যার হুমকির বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।