
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, আমাদের অনেক দাবী দাওয়া আছে। বাচ্চারা যেন স্কুলে আসা যাওয়া করতে পারে সেজন্য জলাবদ্ধতাটা যেন দূর করা হয়৷ আমার স্কুলের ছেলে মেয়েরা যেন স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারে।
রোববার (১৯ মার্চ) বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের সাড়ে তিন হাজার স্টুডেন্ট ছিল। এখন আছে আড়াইহাজার। সুতরাং জলাবদ্ধতার দিকে খেয়াল রাখবেন। আগামীতেও আমরা শামীম ওসমানকেই চাই। স্কুলের জন্য আমরা একত্রে কাজ করবো। আসুন আমরা সকলে মিলে এই কলেজটা স্থাপন করি।