
আজহারুল ইসলাম মান্নান
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এদিকে মান্নানের মুক্তির খবরে জেলগেটে জড়ো হন তার নেতাকর্মীরা। তারা তাকে ফুল দিয়ে ও ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।
এর আগে ১৫ মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২১ জনকে এই জামিন দেওয়া হয়।