
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীদের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা।
আগামী ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ইতিমধ্যে সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে। রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁসহ প্রতিটি থানা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুতি সভা সম্পন্ন ও সর্বোচ্চ জনসমাগমের নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড।