বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিএনপির ঝটিকা মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:১৬, ১৯ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে বিএনপির ঝটিকা মশাল মিছিল

মশাল মিছিল

দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতালের সমর্থনে শহরে ঝটিকা মশাল মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

রোববার ( ১৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে শহরে ঝটিকা মশাল মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। মশাল মিছিলটি শহরের উকিলপাড়া থেকে শুরু করে কালিরবাজার মোড় হয়ে দিগুবাবুর বাজারের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এসময়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল থেকে স্লোগান দেন, অবৈধ তফসিল মানি না, মানবো না।

এছাড়াও মশাল মিছিল থেকে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন নির্বাচনসহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় মহানগর বিএনপির নেতাকর্মীরা।