ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রমের আওতায় জেলা পুলিশ মোট ১৬ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে। জেলার বিভিন্ন থানায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জেলা পুলিশ সূত্রে জানানো হয়, সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা ও আড়াইহাজার থানা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।
সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় মো: বশির উদ্দিন শিকদার (৪৮), মোঃ রিপন সরদার (৪৫) ও কাজী হারুনুর রশিদকে। ফতুল্লা মডেল থানা পুলিশ মোঃ তরিকুল ইসলাম (৪৭) এবং মিষ্টি শিরুকে আটক করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার হন মোঃ জুম্মান সরকার (৪৩), মোঃ তাজুল ইসলাম (৪৪), মোঃ খোরশেদ আলম (৫৪) ও রহিম উদ্দিন। বন্দর থানা পুলিশ হাজী মোঃ মঞ্জু (৫৫) কে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে শহিদুল ইসলাম শ্রাবন (৩২) আটক হন। আড়াইহাজার থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় মোঃ আজিজুল্লাহ (৩০), মজিবুর রহমান (৬৪), ইউসুফ আলী ইমন (২৬), মোঃ রিফাত হোসেন (২৮) ও ছাব্বির (২১) কে।
গ্রেফতারকৃত ১৬ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি আরও জানান, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে জেলার সাতটি থানায় নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত সাতটি চেকপোস্টের মাধ্যমে ৩১৯টি যানবাহন ও ৩৪৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে ১৪টি প্রসিকিউশন দাখিল করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

