বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মহানগর কৃষক লীগ ও মুক্তিযোদ্ধা জনতা লীগের শীর্ষ দুই নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩০, ১৮ ডিসেম্বর ২০২৫

মহানগর কৃষক লীগ ও মুক্তিযোদ্ধা জনতা লীগের শীর্ষ দুই নেতা গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগ এবং মুক্তিযোদ্ধা জনতা লীগের শীর্ষস্থানীয় দুই নেতাকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন—ফতুল্লা মডেল থানার মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ের বাসিন্দা আব্দুল মান্নাফের পুত্র ও নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম ওরফে সেলিম (৪০), এবং মৃত আব্দুল সাত্তারের পুত্র ও নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা জনতা লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (৫০)।

​বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, নিয়মিত অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।