ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নারায়গঞ্জ জেলার রূপগঞ্জের এনসিপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রূপগঞ্জ থানার সামনে সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দেড় ঘন্টা সড়ক অবরোধ চলাকালীন সময়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল আন্দোলনকারীদের দাবীতে একাত্মতা প্রকাশ করলে দুপুর ১২ টায় আন্দোলনকারীরা পরবর্তীতে আন্দোলনের কর্মসূচির হুশিয়ারি দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, জুলাই যুদ্ধারা যে সকল দাবি আমার কাছে উপস্থাপন করেছেন আমি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেই সঙ্গে রূপগঞ্জ থানার ওসি হিসেবে রূপগঞ্জে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয়ক ইউসুফ চৌধুরী বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি জানাচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই যোদ্ধারা রাজপথ ছাড়বেনা।

