শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জের খালেদা জিয়ার রোগ মুক্তি ও ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ২০ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জের খালেদা জিয়ার রোগ মুক্তি ও ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া

দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ঁতিতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাবুল প্রধানের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গনতন্ত্রের মা। আমাদের মা অসুস্থ্য হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের এই ক্রান্তিলগ্ন সময়ে গনতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রয়োজন।আমাদের মায়ের সুস্থ্যতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সামুদুর রহমান মাসুদ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর প্রধানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদস্য ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব সোহেল রহমান, মহানগর যুবদলের সদস্য আরমান ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু প্রমূখ।