মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক তারেক রহমানের আসার বিষয়টা নিয়ে উৎসাহী। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমাদের (রূপগঞ্জ উপজেলা) লক্ষাধিক লোক সেদিন তারেক রহমানকে আনতে যাবো।
শনিবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান এত বছর পরে আসছেন। বাংলাদেশের মানুষ তার দিকে চেয়ে আছে। মানুষ জানে তিনি আসলে বাংলাদেশটা পরিবর্তনের দিকে চলে যাবে। যেকোন দেশের সামনে আমরা বুক ফুলিয়ে চলতে পারবো।
তিনি আরও বলেন, ৩০০ ফিট রূপগঞ্জের সীমান্ত এলাকা। আমাদের রূপগঞ্জের দায়িত্ব অনেক। আমরা রূপগঞ্জবাসী আনন্দিত আমরা তাকে প্রথমেই পাবো। আমরা দলমত নির্বিশেষে সেখানে যাবো।

