শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাদির মত শহীদ হতে চান এটিএম কামাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৭, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মত শহীদ হতে চান এটিএম কামাল

এটিএম কামাল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, আমি বহিষ্কৃত ছিলাম। আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের দলের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাকে দলে ফেরাতে আবেদন করেছিলেন, ফলে ফিরিয়েছেন। আমাকে হত্যার চেষ্টা হয়েছে। মাথায় আঘাত হয়েছে চোখে আঘাত দেয়া হয়েছে। বার বার কারাগারে গেছি, মামলা খেয়েছি। আমার দলের নেত্রীর আমার প্রতি যে ভালোবাসা ছিল, আপনাদেরও ছিল তা বিরল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুরে মিলু ফাউন্ডেশনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ওসমান হাদির রুহের মাগফিরাতের কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। মিলু ফাউন্ডেশনের পরিচালক ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন সালু ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইয়াসিন রুবেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মছলন্দপুর দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি শাহজালাল রহমানি।

এটিএম কামাল আরও বলেন, আপনারা জানেন আমি আমেরিকা ছিলাম, তবুও বার বার এসেছি। এ বছর দুবার এসেছি। এত আগে এসে গ্রেপ্তার হয়ে আমি ও মামুন মাহমুদ একই সেলে ছিলাম। আমেরিকা থেকে আসা সহজ কথা নয় অনেক টাকা খরচ হয়। তবুও এসেছি।

তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি স্থানীয় একটি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে থাকায় আমাকে বহিষ্কার করা হলেও আমি বলেছি আমি দল ছাড়বোনা। আজ হাদির মত যদি আমিও দলের জন্য আমি শহীদ হতাম তবুও আমার কোন আক্ষেপ থাকতোনা। আমিও সত্য ন্যায় ইসলামের পথে হাদির মত জীবন দিতে চাই গণতন্ত্রের জন্য। আপনাদের ভালোবাসাই আমার পাওয়া। আমি ভেবেছিলাম আমার মনে হয় আর রাজনীতির ভবিষ্যৎ নেই আর কেউ আমাকে ভালোবাসবেনা। অথচ আনি দেশে আসার পর থেকে এয়ারপোর্ট থেকেই নিয়মিত শত শত নেতাকর্মী প্রতিনিয়ত আমার কাছে আসছে। আপনার ভালোবাসার জন্য আমি হাদির মত মৃত্বুরণ করতে চাই।