প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে একটি ট্রাক ও দুইটি সিএনজি পড়ে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ আছেন বলে জানা গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে নিখোঁজ ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নদীর মাঝখানে ফেরি থেকে একটি ট্রাক ও দুটি সিএনজি পড়ে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

