প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষক দলের সভায় না যাওয়ায় ৫জন যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে ফতুল্লার শিহাচর খাঁ বাড়ি এলাকায় খেলার মাঠে এঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে ও ৩জনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন, বিএনপি নেতা লাভলুর ভাতিজা রেজাউদ্দিন জিম (২০) তার বন্ধু সিয়াম (২০) ও মাহফুজ (২২)। অপর দুজনের নাম জানা যায়নি।
আহত সিয়ামের বড় ভাই সিপু জানান, দলীয় কোন পদপদবী না থাকলেও কৃষক দলের নেতা পরিচয় দেয়া হৃদয় ও নাদিম শুক্রবার সন্ধায় তক্কারমাঠ এলাকায় দলীয় সভায় থাকার জন্য জিম ও তার বন্ধুদের বলে যায়। এতে তাদের সভায় না গিয়ে শিহাচর খাঁ বাড়ি এলাকায় খেলার মাঠে জিম সিয়ামসহ তাদের ৬/৭জন বন্ধু বেট মিন্টন খেলছিল। তখন রাত ৯টায় হৃদয় ও নাদিমসহ ১০০/১৫০ জন ধারালো অস্ত্রধারীরা খেলার মাঠে গিয়ে তাদের উপর হামলা চালায় এবং এলোপাথারী কুপিয়ে ৫জনকে জখম করে। এরপর তাদের মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় চিকিৎসা শেষে থানায় অভিযোগ করা হবে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

