শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেছেন, এ মসজিদে নামাজ পড়তে আমাদের ভাল লাগে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার পিতা ইসলামি ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন৷ আজ তারই কন্যা, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পাঁচশ মডেল মসজিদ করেছেন।
রোববার (৯ জুন) নারায়ণগঞ্জের বন্দরে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক প্রকল্পের আওতায়ধীন বন্দর উপজেলা মডেল মসজিদের চিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি একজন মুসলমান। আমি নামাজ পড়ি। এটি মডেল মসজিদ। এখানে যেন কোন খারাপ কাজ না হয়। এ মসজিদে আপনারা সেজদা দেন। এমন কোন কাজ করতে চাই না যে মানুষ বলে সাজনু এই খারাপ কাজটি করেছে।