মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ৭ জুলাই ২০২৪

না.গঞ্জ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর আত্মসমর্পণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৬টি রাজনৈতিক মামলায় উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী।

রোববার (৭ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতে তারা উচ্চ আদালতের জামিন বহাল রাখার আবেদন জানিয়ে আত্মসমর্পণ করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এরশাদ উল্লাহের আদালতে জামিননামা দাখিল করেছেন তারা। এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন নেতাকর্মীরা। পরে উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা আদালত থেকে জামিনের জন্য জামিননামা দাখিল করেছেন তারা।

জামিননামা দাখিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া সহ দেড় শতাধিক নেতাকর্মী।

আদালত জামিন শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আজ আমরা দেড় শতাধিক নেতাকর্মীর ৬ মামলায় উচ্চ আদালতের জামিনের পর উচ্চ আদালতের নির্দেশে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছি। আদালত শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।

আরো পড়ুন