শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিসির অনুরোধে তার নিরাপত্তায় নারায়ণগঞ্জ যুবদল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৬, ৬ আগস্ট ২০২৪

ডিসির অনুরোধে তার নিরাপত্তায় নারায়ণগঞ্জ যুবদল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের অনুরোধে তার বাসভবন পাহাড়া দিচ্ছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।

সোমবার (৫ আগস্ট) রাতে শহরের খানপুর এলাকায় ডিসির বাসভবনে যান যুবদলের নেতাকর্মীরা।

এর আগে সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পরার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। এমন অবস্থায় শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা, উপাসনালয়ে সতর্ক পাহাড়ায় বসেছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলসহ যুবদলের নেতাকর্মীরা এসময় ডিসির অনুরোধে দ্রুত ডিসির বাস ভবনের দিকে যান।

এসময় ডিসির বাড়ির নিচে ও আশেপাশে নিরাপত্তার ব্যাবস্থা করেন তারা।

মনিরুল ইসলাম সজল জানান, ডিসির অনুরোধে আমরা এখানে তার নিরাপত্তার জন্য অবস্থান করছি।