ফাইল ছবি
নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এসময় নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ মতবিনিময় অনুস্থিত হয়। এসময় কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা এতে অংশ নেন। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন থানা বিএনপির শীর্ষ নেতারাও।
সবার কথা শোনার পাশাপাশি ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ত্র উদ্ধারসহ যৌথ বাহিনীর অভিযানে কোন ছাড় দেয়া হবেনা জানিয়ে সকলের সহযোগিতা চান এসপি। এসময় মাদক, অস্ত্র, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধের অপরাধীদের বিরুদ্ধে শুরু হতে যাওয়া এ অভিযানে বিন্দু পরিমান ছাড় না দেয়ার ব্যাপারে এসপিকেও সহায়তার কথা জানান বিএনপি নেতারা।