বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ড্রোন শো’তে উপেক্ষিত শহিদ ওয়াসিম, ছাত্রদলের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১০, ১৫ এপ্রিল ২০২৫

ড্রোন শো’তে উপেক্ষিত শহিদ ওয়াসিম, ছাত্রদলের ক্ষোভ

শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম

রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী “ড্রোন শো”, যেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়। আয়োজনে শহিদ আবু সাঈদ ও মীর মুগ্ধর আত্মত্যাগকে বিশেষভাবে তুলে ধরা হলেও, চট্টগ্রামের শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নাম কোথাও উল্লেখ করা হয়নি। এতে ক্ষোভ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (১৪ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে নাছির লিখেছেন, “দুঃখজনকভাবে শহিদ ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি, যিনি আবু সাঈদের সাথে একই সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদ হয়েছিলেন।”

নাছিরের অভিযোগ, সরকার উদ্দেশ্যমূলকভাবে ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চাইছে।

ছাত্রদলের কেন্দ্রীয় এই নেতার দাবি, ওয়াসিম আকরাম ছিলেন একজন রাজনীতিসচেতন ছাত্রনেতা, যিনি সরকারি চাকরি বা কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে নেমে এসেছিলেন। এর আগে পাঠ্যপুস্তক থেকেও ওয়াসিম আকরামের নাম বাদ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আত্মপ্রকাশ কর্মসূচিতেও শহিদ ওয়াসিম আকরামের নাম বলেনি। যদিও তারা বলেছিল, সব শহিদ ও অংশগ্রহণকারীকে তারা ধারণ করবে। কিন্তু তাদের আচরণও ছিল একধরনের রাজনৈতিক উপেক্ষা।”

নাছিরের ভাষ্য, “গণতান্ত্রিক ছাত্রনেতারা আজ বিরাজনীতিকরণের শিকার। ওয়াসিম আকরামের মতো সংগ্রামীদের ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে।”

তবুও ছাত্রদল এই উপেক্ষায় বিচলিত নয় জানিয়ে তিনি বলেন, “শহিদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন। তিনি মানুষের গণতান্ত্রিক চেতনাতেই চিরঞ্জীব হয়ে থাকবেন।”

ছাত্রদলের পক্ষ থেকে শহিদ ওয়াসিম আকরামের স্মরণে শিগগিরই একটি কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।