বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

|

বৈশাখ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে জেনারেল হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৬, ৭ মে ২০২৫

না.গঞ্জে জেনারেল হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের উদ্বোধন 

স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু

নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করা হয়েছে। 

বুধবার (৭ মে) ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৪ বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

এসময় তিনি বলেন, আমরা সকলেরই সুস্থতা কামনা করি। কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোন না কোন কারণে হসপিটালের স্মরণাপন্ন হতে হয়। সেই দিক বিবেচনা করে আমরা চিন্তা করেছি কীভাবে এ হসপিটালকে আরও জনবান্ধন করে গড়ে তোলা যায়৷ মানুষ যেন প্রপার সেবা পায় সে লক্ষ্যে আমরা ডাক্তার ও সিভিল সার্জনকে নিয়ে এ কার্যক্রম হতে নিয়েছি।

তিনি আরো বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থ ভাবে এ পৃথিবীতে আসতে পারে। সে নবজাতকদের জন্য আমরা একটা স্পেশাল কেয়ার ইউনিটের কথা বলেছিলাম গত সপ্তাহে। আমরা সাত দিনের মধ্যে চেষ্টা করেছি সেই স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করতে। এখানে চারটি বেড থাকবে।

তিনি বলেন, আমাদের যে সমস্ত মায়েরা সরকারি হাসপাতালে আসেন তাদের অনেকের পক্ষেই প্রাইভেট হাসপাতালের খরচ বহন করা সম্ভব হয় না। আমরা তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করছি।

তিনি আরো বলেন, আমরা এখানে একটি আইসিউর জন্য আলোচনা করছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। খুব শিঘ্রই আমরা দশ বেডের আইসিউটি চালু করার চেষ্টা করবো।

এসময় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আমাদের জেলা প্রশাসন গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের দুটি হাসপাতালকে জনবান্ধব করার জন্য তিনি চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় আমরা এই হাসপাতালে শিশুদের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করতে পেরেছি।