
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম বলেছেন, স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে মানুষের সাথে খারাপ ব্যাবহার করার কারণে, মানুষের উপর জুলুম করার কারণে। আজকে আমি যদি জুলুম করি তাহলে এর দায়ভার দিপু ভাইয়ের কাঁধে যাবে। আপনারাও জুলুম করলে এর দায়ভার দিপু ভাইয়ের কাঁধে যাবে।
বুধবার (৭ মে) রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে দায়িত্ববান নেতা। আমি বিশ্বাস করি গ্রামে অনেক লোক যারা কোটি কোটি টাকার মালিক তবুও গ্রামের মানুষ মানুষ আপনাদের কাছে আসে। কারণ দল আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, আপনাকে সম্মানিত করেছে।
তিনি আরো বলেন, বিএনপির দিকে তাকিয়ে আমরা যেন কোন অপরাধে জড়িয়ে না যাই। আমরা অপরাধে জড়িয়ে গেলে আমাদের নেতা দিপু ভাইকে নির্বাচিত করতে আমাদের কষ্ট হবে। আমাদের স্বপ্ন দুটি, দিপু ভাইকে নির্বাচিত করতে হবে এবং তাকে মন্ত্রী করতে হবে। তাই আপনারা চেষ্টা করবেন আমাদের যেন বদনাম না হয়।