বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

|

বৈশাখ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবৈধ অটো চলতে পারবে না, রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিংয়ে যাবে : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৩, ৭ মে ২০২৫

অবৈধ অটো চলতে পারবে না, রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিংয়ে যাবে : ডিসি

জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অবৈধ অটোগুলো কোন ভাবেই শহরে চলতে পারবে না। চাষাঢ়া ও দুই নং রেলগেট এলাকায় আমাদের ভ্রাম্যমাণ আদালত চলতে থাকবে। বাস মালিকদের বলতে চাই, আপনাদের আর কতবার বলতে হবে রাস্তায় বাসগুলো রাখবেন না। আপনি চেঞ্জ করুন, অটোচালকের কথা কেন আপনি বলবেন।

বুধবার (৭ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসন সংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, রুট পারমিট ও ফিটনেসবিহীন সকল বাস ডাম্পিংয়ে দেয়া হবে। দ্রুত আপনারা এসকল বাস সরিয়ে নিবেন। আমরা এগুলো কোন ভাবেই ছাড় দেব না। আমরা কারও প্রতি রুষ্ঠ হতে চাই না। আপনারা আজকে সিদ্ধান্ত নিবেন কী পরিমান আনসার আপনাদের প্রয়োজন। এটা আজকের মধ্যে আপনারা আমাদের জানাবেন।

তিনি বলেন, চেম্বার অনেকগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব নিয়ে আমরা কাজ করবো। আমরা তাদের প্রস্তাবগুলো দেখেছি। তারা খুব ভাল প্রস্তাব দিয়েছে। 

আমাদের প্রতিনিয়ত সমস্যা আসবে এবং তার সমাধান করতে হবে। তবে আমাদের আইনের আওতায় থেকে কাজ করতে হবে। আপনি যদি ভাবেন আবেগ দিয়ে আইনকে প্রভাবিত করবেন সে সুযোগ আইনেও নেই, আমার কাছেও নেই।

তিনি বলেন, আমরা আপনাদের দাবীর কথা শুনবো এবং যৌক্তিক দাবীর ক্ষেত্রে ব্যাবস্থাও নেবো। কিন্তু আপনি রাস্তা বন্ধ করবেন, অফিস ঘেরাও করবেন এটা চলবে না।