বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

|

বৈশাখ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্রদের যদি এগিয়ে না দেই তাহলে দেশ আবার বিপর্যয়ের মুখে পড়বে : নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩০, ৭ মে ২০২৫

ছাত্রদের যদি এগিয়ে না দেই তাহলে দেশ আবার বিপর্যয়ের মুখে পড়বে : নাহিদ

নাহিদ হাসান ভূঁইয়া

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন, আমি আহ্বান জানাই আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা যারা ছাত্রদলে আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। যেহেতু জুলাই আন্দোলনে ছাত্রদের বিপ্লবে এ দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। ভবিষ্যতে আমরা ছাত্রদের যদি এগিয়ে না দেই তাহলে দেশ আবার বিপর্যয়ের মুখে পড়বে।

বুধবার (৭ মে) রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের আগের সময়ে জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয় ভাবে স্বাধীন হয়েছে। পাঁচ আগষ্টের আগে রূপগঞ্জে আমাদের বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের যে অবস্থা এ অবস্থায় একটি সংগঠন কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে আমি জানি না।

তিনি বলেন, সামনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী। আমরা এদিন প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আয়োজন করলে আমি মনে করি সবচেয়ে ভাল হয়। যেহেতু সামনে নির্বাচন। এতে জনসম্পৃক্ততা বাড়বে।