
মাসুম বিল্লাহ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেছেন, আজকেও প্রকাশ্যে ভূলতায় এই সেলিম লোকজন ও অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। কার শেল্টারে? আমাদের তো অস্ত্রধারী সন্ত্রাসী লাগে না। কীভাবে এই অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় এটা আপনারা খুঁজে বের করুন। প্রশাসনকে বলুন অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে।
বুধবার (৭ মে) রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা ২০১৮ সাল পর্যন্ত ছাত্র রাজনীতিতে ছিলাম। ২০১৮ সালের পর সায়েম ভাই ছাত্র রাজনীতি ছেড়ে দেয়ার পরেও আমি ছাত্র রাজনীতি করেছি। সেসময় রূপগঞ্জে বিএনপির যে অবস্থা ছিল সেটা থেকে উত্তরণ হয়েছে একমাত্র দিপু ভূঁইয়ার শক্তিশালী নেতৃত্বের কারণে।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর তৃণমূলের কর্মীদের কেউ খবর রাখেনি। আমরা সেসময় বহু মামলার শিকার হয়েছি। আমাদের খবর কেউ রাখেনি। এখানে অনেকেই মরহুম মতিন চৌধুরীর সাথে রাজনীতি করেছেন। তাদের খবরও কেউ নেয়নি। সেসময় সকলের পাশে দাঁড়িয়েছেন দিপু ভাই।
আমি এবং আমার আহ্বায়ক নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে যে কমিটি পেয়েছি সেটাও দিপু ভূঁইয়ার হাত ধরে। সর্বশেষ জুলাই আন্দোলনে দিপু ভাই ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সাইনবোর্ড থেকে কাঁচপুর ও সাইনবোর্ড থেকে চাষাঢ়ায় আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। সেসময় হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আমরা সেই গুলির সামনেই দাঁড়িয়েছিলাম।