বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই সনদ করার প্রস্তাব দিয়েছি : মুনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩১, ২৮ জুলাই ২০২৫

সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই সনদ করার প্রস্তাব দিয়েছি : মুনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই সনদ করার প্রস্তাব আমরা দিয়েছি। এটি কোন একক ব্যাক্তি বা গোষ্ঠীর জন্য না। এটি সকলকে নিয়ে একসাথে জুলাই সনদ ঘোষণার জন্য আমরা আহবান জানিয়েছি।

নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, পাঁচ আগষ্টের পর আমরা শহীদদের তালিকা করতে চেয়েছি। তবে সঠিক তালিকাটি এখনও আমরা করতে পারিনি। সেটা আমরা এখনও চেষ্টা করছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার ব্যাবস্থা করা ও তাদের মর্যাদা নিশ্চিতের কাজটি আমরা গুরুত্ব দিয়ে করছি।

মুনা বলেন, আমরা শহীদদের স্মারকের জন্য জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি। শহীদদের মর্যাদা রক্ষার জন্য আমরা চেষ্টা করছি। আমরা প্রাথমিকভাবে ৫৬ জন শহীদের তালিকা পেয়েছি। আমরা শহীদ ও আহতদের সাথে আলাপ আলোচনা করে যাচ্ছি।