
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, স্বৈরাচার মুক্ত হওয়াটাই আমাদের প্রাধান্য ছিল। কে করেছে এটা নিয়ে আমাদের মাথা ব্যাথা ছিল না। লিংক রোডে আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছিলাম। সেখানে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সাধারণ মানুষেরও এই আন্দোলনে সম্পৃক্ততা ছিল।
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।
জুলাই আন্দোলনে নির্দেশনা ছিল পেছন থেকে তাদের সহযোগীতা করা। সম্মুখ সারিতে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ছিলেন। পেছন থেকে আমরা তাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়েছি। আমাদের শক্তভাবে বলা হয়েছিল ক্যামেরার সামনে না আসার জন্য।
নারায়ণগঞ্জে আমাদের প্রায় ৫৭ জন শহীদ হয়েছে। এদের মধ্যে ২২ জন নারায়ণগঞ্জের বাকিরা অন্যান্য জেলার। বিএনপি এই আন্দোলনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্দোলনের মাঠে ছিল।
তিনি বলেন, এ আন্দোলন যেন ব্যার্থ না হয় তা নিশ্চিত করতে তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমরা কারফিউ ভেঙে রাজপথে ছিলাম। সকল দলের মানুষের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ আমাদের কবুল করেছেন।