
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এটি ৩৬ দিনের আন্দোলন নয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ এটা তার বহিঃপ্রকাশ। এটা ২৪ এ না হলে ২৫ কিংবা ২৬ সালে হতে পারতো। গণ-অভ্যুত্থান অনিবার্য ছিল। যারা গণ-অভ্যুত্থানকে একক সম্পত্তি বানাতে চায় তাদের ধিক্কার জানাই।
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের আন্দোলনের সুবিধাভোগী করা হয়েছে এটার আমরা প্রতিবাদ জানাই। কেউ সুবিধার জন্য জীবন বাজী রেখে আন্দোলন করেনি। যারা আহত ও শহীদ তাদের আর্থিকসহ নানা সুবিধা দিয়ে তাদের খাটো করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা চাই আমরা যে গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছি তার মর্যাদা। সরকারের উচিত এই আন্দোনকারীদের মর্যাদা নিশ্চি করা এবং আহতদের সুচিকিৎসার ব্যাবস্থা করা।
তিনি বলেন, এটি অর্গানাইজড বা সরকার বিরোধী আন্দোলন ছিল না। ফ্যাসিস্টরা যখন পাখির মত গুলি করে মানুষ মারতে শুরু করে তখন এই আন্দোলন একদফায় রুপ নেয়। ২ তারিখের আগ পর্যন্ত এই আন্দোলনটা বৈষম্যের বিরুদ্ধে ছিল।