
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, নারায়ণগঞ্জের কারাগারে সেসময় তিল ধারণের জায়গা ছিল না। তারা নির্বিচারে গ্রেপ্তার করেছে। ঢাকার আন্দোলনের সূতিকাগার ছিল নারায়ণগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনেক সমন্বয়ক নারায়ণগঞ্জে আমাদের আশ্রয়ে ছিল। আমরা তাদের সহযোগীতা করে তাদের সিকিউরিটির বিষয়টি আমরা নিশ্চিত করেছি।
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সাইনবোর্ড থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত এই আন্দোলন বিস্তৃত ছিল। শুরুতে আমরা অল্প লোক নিয়ে মাঠে থাকলেও আমরা মাঠে ছিলাম। অনেক জায়গায় আমরা বিএনপির সাথে আন্দোলন করি। আমাদের অনেক লোক গ্রেপ্তার হয়, বিএনপির লোকজনও গ্রেপ্তার হয়।
তিনি বলেন, ১৯ জুলাইয়ের পর এটা জামায়াত বা বিএনপির আন্দোলন ছিল না। মানুষের মধ্যে ক্ষোভ ছিল। সেই ক্ষোভে যে দলই আহ্বান করেছে সেখানে অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
জব্বার বলেন, আমরা ক্রেডিটের রাজনীতি করি না। বাংলাদেশের সকল শহীদই আমাদের শহীদ। আমাদের কত শহীদ কত আহত এটা না করে আমরা শহীদ পরিবারের পাশে আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা ছিলাম এবং এখনও আছি।