শনিবার, ১৯ জুলাই ২০২৫

|

শ্রাবণ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাইলে জবাব দেয়ার ক্ষমতা রয়েছে : মাসুম বিল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৪, ১৮ জুলাই ২০২৫

পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাইলে জবাব দেয়ার ক্ষমতা রয়েছে : মাসুম বিল্লাহ 

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এতে যদি কারো গায়ে লাগে সেটা আমাদের দেখার বিষয় না। 

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নগরের ডিআইটি এলাকায় ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পি আর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও জুলাই ঘোষণা পত্র পাঠের দাবিতে আয়োজিত সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, যদি কেউ পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চায় তাহলে সেটার সমুচিত জবাব দেয়ার ক্ষমতা ইসলামী আন্দোলনের রয়েছে। পাশাপাশি আমাদের নেতাকর্মীদের যে কটুক্তি করা হচ্ছে আমরা তার নিন্দা জানাচ্ছি। শান্তি প্রতিষ্ঠায় এসেব থেকে সকলকে দূরে থাকার আহবান জানাচ্ছি।