
ফাইল ছবি
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনূর আলম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত বুধবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকার ইয়াকুব মিয়ার ছেলে থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো. ইউসুফ আলী মাসুদ (৪২), নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকার করিম মিয়ার ছেলে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫) ও নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬০)।
গ্রেফতারকৃতদের মধ্যে ইউসুফ আলী মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক, দূর্নীতির বরপুত্র ও শীর্ষ সন্ত্রাসী মতিউর রহমান মতির ভাগিনা। সে তার মামার শেল্টারে আদমজী ইপিজেডে জুট ব্যবসায় নিয়োজিত ছিল। আর সেলিম খান নয়াআটি মক্তিনগর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও চিটাগাং রোড এলাকার চাঁদাবাজ বালতি সেলিম নামে পরিচিত। সে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অনুসারী বলে জানা গেছে।
পুলিশ জানায়, ইউসুফ আলী মাসুদ ও মাজহারুল ইসলাম সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামী। তাদের বিরুদ্ধে যথাক্রমে মামলা নং-৩৩(৯)২৪ দায়ের রয়েছে। অপরদিকে, সেলিম খানের বিরুদ্ধে মামলা নং-৩০(১০)২৪ রয়েছে, যা তদন্তাধীন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সরাসরি অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।