বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চিকিৎসায় ছাড় পাবেন নারায়ণগঞ্জ চেম্বারের সদস্যরা

প্রকাশিত: ১১:৫৫, ১৪ আগস্ট ২০২৫

চিকিৎসায় ছাড় পাবেন নারায়ণগঞ্জ চেম্বারের সদস্যরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যা এবার চিকিৎসা সেবায় ছাড় পাবেন। আজ বুধবার বিকেলে চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নামে চেম্বার সদস্যদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত পপুলার, ল্যাবএইড, মেডিনোভা, মডার্ন, কেয়ারসহ অন্যান্য সকল ডায়াগনস্টিক ও ক্লিনিকের সকল শাখা সমূহে এনসিসিআই সদস্য ও সদস্যদের সন্তান, পিতা-মাতার চিকিৎসা ক্ষেত্রে প্যাথলজি ২৫%, মলিকুলার ১০%, ইমেজিং ২০% (সরকার নির্ধারিত টেস্ট ফি ব্যতীত) ছাড় দেওয়া হবে। এ সুবিধা পেতে এনসিসিআই সদস্য কার্ড ও এনআইডি কার্ড দেখাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য এনসিসিআই অফিসে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।