
ফাইল ছবি
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যা এবার চিকিৎসা সেবায় ছাড় পাবেন। আজ বুধবার বিকেলে চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নামে চেম্বার সদস্যদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত পপুলার, ল্যাবএইড, মেডিনোভা, মডার্ন, কেয়ারসহ অন্যান্য সকল ডায়াগনস্টিক ও ক্লিনিকের সকল শাখা সমূহে এনসিসিআই সদস্য ও সদস্যদের সন্তান, পিতা-মাতার চিকিৎসা ক্ষেত্রে প্যাথলজি ২৫%, মলিকুলার ১০%, ইমেজিং ২০% (সরকার নির্ধারিত টেস্ট ফি ব্যতীত) ছাড় দেওয়া হবে। এ সুবিধা পেতে এনসিসিআই সদস্য কার্ড ও এনআইডি কার্ড দেখাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য এনসিসিআই অফিসে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।